স্টাফ রিপোর্টার : নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের শীর্ষ দুই নেতা ফোনে প্রায় ২০ মিনিটের কথা কথা বলেন। বিকেল ৫টা নাগাদ তাদের এই ফোনালাপ সম্পন্ন হয়।
টেলিফোনে প্রথমেই দুই নেতা কুশল বিনিময় করেন এবং একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা একমত পোষণ করেন।
এসময় জনদরদি নেত্রী শেখ হাসিনা নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবার অঙ্গীকার করেন।