স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে দেহ ব্যবসায় রাজি করাতে না পেরে স্বামীর বিরুদ্ধে বন্ধুকে দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাশেদ মিয়াকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক আছে বন্ধু মোশারফ হোসেন।
রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে ও মোশারফ মিয়া পার্শ্ববর্তী পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার পরে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে গিয়ে তার ভাবিকে ঘটনা খুলে বলে। এরপর তার ভাবির কথামতো তিনি থানায় অভিযোগ দেন।
আকিকুল হোসেন আরো বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আজ ভোরে রাশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অপর আসামি মোশারফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে জামালপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।