আন্তর্জাতিক ডেস্ক : স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তার দল লিবারেল ডেমোক্রেটিকের এক জরুরি সভায় তিনি এ ঘোষণা দিয়েছেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রধানমন্ত্রীর হঠাৎ এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে এরই মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে।
এর আগে, বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করবেন শিনজো। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই তার পদত্যাগের খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল।
অ্যাবের ঘনিষ্ঠ বন্ধু ইনাদা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, যতদিন না পর্যন্ত যোগ্য উত্তরসূরি পাওয়া সম্ভব হচ্ছে, ততদিন দায়িত্ব পালন করে যাবেন অ্যাবে। এলডিপি পার্টিতে অভ্যন্তরীণ নির্বাচন হবে, সেখানে ভোটের মাধ্যমে বিকল্প কাউকে দলের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, যিনি সংসদীয় ভোটাভুটির মাধ্যমে পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন।
জাপানের রাষ্ট্রীয় টিভি এনএইচকে এক প্রতিবেদনে জানায়, অ্যাবের স্বাস্থ্য দিনদিন ভঙ্গুর হয়ে পড়ছে। তিনি চান না তার সাস্থ্যের কারণে জাপান সরকার কোনো সমস্যায় পড়ুক।
উল্লেখ্য, আগে থেকেই অসুস্থতায় ভুগছিলেন শিনজো। আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন তিনি। ঔষধে এতদিন রোগ নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি তার সমস্যাগুলো তীব্র আকার ধারণ করেছে।