স্টাফ রিপোর্টার : পদত্যাগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে ডিএসই একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তিনি গত ৮ অক্টোবর ডিএসইর চেয়ারম্যানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। আজ বুধবার(২১ অক্টোবর) তা পরিচালনা পর্ষদের সভায় গৃহীত হয়। তবে নিয়ম অনুযায়ী আরো ৩ মাস সানাউল হককে ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব পালন করে যেতে হবে। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথাটি উল্লেখ থাকলেও এমডি সানাউল হকের কাছ থেকে তার পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে নিয়োগ পেয়েছিলেন। ৩ বছরের চুক্তিতে দায়িত্ব পালন শুরু করেছিলেন তিনি।