স্টাফ রিপোর্টার : পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতির হিসেবে ৮১ ভাগেরও বেশি কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার(১১ সেপ্টেম্বর) পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। এসময় পদ্মাসেতুর অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। বর্তমানে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান আছে। নদী শাসনের কাজও প্রায় শেষের দিকে। সেতুর ৪২টি পিয়ারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ এবং টোল প্লাজা বসানোর কাজও শেষ হয়েছে।