স্টাফ রিপোর্টার : ১৯৭১ এ গণহত্যার দায়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।
উক্ত বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষীয় যেকোনো ইস্যুর ব্যাপারে কথা বলার আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদ ভাগাভাগি সমস্যার সমাধান প্রয়োজন। সাফটার আলোকে পাকিস্তান বাংলাদেশ থেকে পণ্য নিতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।