আন্তর্জাতিক ডেস্ক : চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ এবার পাকিস্তানি নৌবহরে যুক্ত হচ্ছে। এই জাহাজে সর্বশেষ অস্ত্র সংযোজনের পাশাপাশি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এটি থেকে দূরপাল্লার আক্রমণও চালানো সম্ভব বলে জানা গেছে।
রোববার(২৩ আগস্ট) পাকিস্তানি নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আরশিদ জাভেদের এক টুইট বার্তায় এই যুদ্ধজাহাজের খবর পাওয়া যায়। এর মধ্য দিয়ে পাকিস্তানের জন্য তৈরি চারটি নৌতরীর প্রথমটি হস্তান্তর করলো চীন।
রণতরীটির মধ্যে সর্বাধুনিক সেন্সর ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। করোনা মহামারি চলাকালেও রণতরীটি সম্পূর্ণ করে পাকিস্তানকে কর্তৃত্ব হস্তান্তর করায় চীনা শিপইয়ার্ডকে পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, চীনা কোম্পানির সাথে ২০১৭তে দুটি যুদ্ধজাহাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল পাকিস্তান। পরের বছর আরও দুটি যুদ্ধজাহাজ ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় দেশটি।