আন্তর্জাতিক ডেস্ক : অন্ধকারে গোটা দেশ। হঠাৎ করেই ঘটে যাওয়া এক ব্ল্যাক আউটে শনিবার মাঝ রাত থেকে পুরো দেশে লোডশেডিং দেখা দিয়েছে। রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপি-ি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজাফফরগড়, ভাওয়ালপুর, বেলুচিস্তানসহ বড় বড় শহর অন্ধকারে ঢেকে আছে। এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও অন্ধকারে ডুবে গেছে। দেশটিতে কিছু সময়ের জন্য মোবাইল এবং ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে গিয়েছিল।
করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় গ্রিডে সরবরাহ সংকটের কারণেই এই ব্ল্যাক আউটের সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সময় লাগলেও পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে।
পাকিস্তানের আরেক মন্ত্রী ওমর আয়ুব রাতে এক টুইট পোস্টের মাধ্যমে জানান, দেশজুড়ে হঠাৎ করেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এতে করে পুরো দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ঠিক কি কারণে সমস্যাটির জন্ম হয়েছে, সেটির ব্যাখ্যা দিতে পারেননি মন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তদন্তের পর বিদ্যুৎ বিভ্রাটের আসল কারণ জানা যাবে।
ওদিকে, ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত বলেছেন, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় ত্রুটি থাকার কারণেই বিপর্যয় দেখা দিয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানে বহু আগে থেকেই বিদ্যুৎ বিভ্রাট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। দেশটির প্রধান প্রধান শহরগুলোতেও প্রায়ই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ রয়েছে। এর আগে ২০১৫ সালেও এক ব্ল্যাক আউটে দেশটির ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।