অনলাইন ডেস্ক : দেশের বাজারে চলমান পেঁয়াজের সংকট নিরসনে এবং বাজার দর কমাতে এবার পাকিস্তান থেকে এলো পেঁয়াজ। এর আগে মিয়ানমার থেকেও দেশে পেঁয়াজের চালান খালাস হয়েছে।
আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) পাকিস্তান থেকে আমদানি করা ১৭৫ টন পিয়াজ খালাস হয়। এর আগে সোমবার মিয়ানমার থেকে আসা ৫৮ মেট্রিক টনের প্রথম চালানটি খালাস হয় চট্টগ্রাম বন্দরে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকেও ২৯ টন পেঁয়াজ এসেছে। সেটি এখনো খালাসের অপেক্ষায় আছে।
পাইকারি ব্যবসায়ীরা ধারণা করছেন, ভারতীয় পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় অন্যান্য আরো ১২টি দেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ ঢুকেছে। এর ফলে বিভিন্ন দেশের পেঁয়াজে বাজার সয়লাব হয়ে যাবে।
ওদিকে, টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, এখন থেকে টিসিবির ট্রাকে দেশি পিয়াজ বিক্রি হবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা। নগরের বিভিন্ন স্পটে ২০টি ট্রাকে পিয়াজ, চিনি, সয়াবিন তেল, মশুর ডাল বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ২০০ কেজি পিয়াজ দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানান, আমদানিকারকরা ইতোমধ্যেই আমাদের কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৫৪ টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র নিয়েছেন। তাই আমরা আশা করছি পেঁয়াজের সংকট দেশে আর তৈরি হবে না। চীন, ভারত, মিশর, তুরস্ক, মিয়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হবে।