স্টাফ রিপোর্টার : পূর্ব ঘোষণা ছাড়াই ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বেনাপোলের অপর প্রান্তে আটকা পড়েছে পেঁয়াজবহনকারী অন্তত ১৫০ ট্রাক।
সকালে বেনাপোল বন্দর দিয়ে ৫০ টন পেঁয়াজ রপ্তানির পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রপ্তানিকারক সংগঠনগুলো। তাদের পক্ষে পেট্রাপোল রপ্তানিকারক সমিতির ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ ২৫০ ডলারে রপ্তানি হতো। কিন্তু বন্যার কারণে ভারতের নাসিকে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে স্থানীয় বাজারদর হিসেবে ৭৫০ ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হবেনা।
এর পরপরই বাংলাদেশগামী সব পেঁয়াজের ট্রাক আটকে দেয় ভারত। বেনাপোলের কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ভারতের রপ্তানিকারকরা পূর্ব ঘোষণা ছাড়াই দামবৃদ্ধির দাবিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা চাইলেই পেঁয়াজের
আমদানিকারকদের সময় বেঁধে দিয়ে বাড়তি মূল্য আদায় করতে পারতেন। ওদিকে হঠাৎ ভারতের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা।
উল্লেখ্য, পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অংশ হিসেবে আজই ১২ টন ইলিশ পাঠানো হয়েছে।