স্পোর্টস ডেস্ক ; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শেষেই নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে আসন্ন সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এ খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তাদের বিপক্ষে ৩ ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলা নির্ধারণ করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি পেছানোর কারণ হিসেবে উল্লেখ করে, সিরিজের জন্য প্রস্তুতি আরেকটু ভালো করতে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। এজন্যই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল সিরিজ। নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে ২০ মার্চ। তবে ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আগের সূচি অনুযায়ী ১৩ মার্চ, ১৭ মার্চ ও ২০ মার্চ হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। এখন ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ম্যাচ ডানেডিনে, পরেরটি ক্রাইস্টচার্চে ও শেষটি ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩ মার্চ, ২৬ মার্চ ও ২৮ মার্চের পরিবর্তে এখন হবে ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল। ২০ ওভারের ক্রিকেটের সিরিজও হবে আগের নির্ধারিত তিন ভেন্যুতেই। তবে এখানে একটু পরিবর্তন আছে। আগে প্রথম ম্যাচ ছিল নেপিয়ারে, পরেরটি অকল্যান্ডে, শেষটি হ্যামিল্টনে। নতুন সূচিতে প্রথম ম্যাচ হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই বাংলাদেশ দল কোনো ম্যাচ জিততে পারেনি।