বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল এবং উপস্থাপক জান্নাতুল পিয়া পুত্র সন্তানের জননী হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন দেন তিনি। গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।
সামীর সাংবাদিকদের বলেন, খুবই ইমোশনাল মুহূর্ত এটি। যখন বাচ্চাকে আমি প্রথম কোলে নিলাম, ও আমাকে দেখেই চিৎকার দিয়ে কান্না জুড়ে দিল। আমি ওর হার্টবিট অনুভব করলাম। খুবই অ্যাক্টিভ ও। এই কাঁদছে, এই হাত পা ছুড়ছে। দেখতে খুব মিষ্টি হয়েছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি নিশ্চিত, অ্যারিস, পিয়ার মতই দুষ্টু হবে।