অনলাইন ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই। ভারতীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় মারা যান। তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইটে তিনি লিখেন, গভীর বেদনা নিয়ে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার জন্য ছিল ভারতবাসীর অনেক প্রার্থনা ও দোয়া।
এর আগে সোমবার চিকিৎসকরা জানান, কোমায় থাকা প্রণব মুখোপাধ্যায়ের শরীরের অবস্থা খারাপ হচ্ছে। গত কদিন ধরে তিনি কোমায় আছেন।
চিকিৎসকরা জানান, রোববার রাত থেকে তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। একে তারা বলছেন, সেপটিক শক। এতে প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ কমে যায় এবং শরীরে অক্সিজেনের প্রবাহ কমে যায়। সাধারণ অসুস্থতা নিয়ে চিকিৎসা নিতে গেলে তার করোনা সংক্রমণের কথাও জানা যায়। মৃত্যুর সময় তার ফুসফুসে সংক্রমণও ছিল।
এর আগে বাথরুমে পরে গিয়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বাধে। চিকিৎসকরা অস্ত্রপাচার করে সেই রক্ত বের করতে পারলেও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ তিনি না ফেরার দেশে চলে যান।