স্টাফ রিপোর্টার : ঢাকা টেস্টের চতুর্থ দিন দারুণ কেটেছে বাংলাদেশের। আবু জায়েদ রাহী এবং তাইজুলের ব্রেক থ্রুতে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা পুষিয়ে দিচ্ছেন রাহী-তাইজুলরা। দুজনের বলের সামনে টিকতে পারছেন না ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
চট্টগ্রাম টেস্টের নায়ক কাইল মায়ার্স ঢাকা টেস্টে যেন একেবারেই ব্যর্থ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রাহীর বলেই মাত্র ৫ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন মায়ার্স। দ্বিতীয় ইনিংসেও তাকে দুই অংক ছুঁতে দিলেন না টাইগার পেসার। ৩১তম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরার আগে ১৬ বল খেলে ৬ রান করেন মায়ার্স।
এর মাঝে, ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলায় মনোযোগ দিয়েছিলেন এনক্রুমাহ বনার ও জোমেল ওয়ারিক্যান। একের পর এক সিঙ্গেল নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালাচ্ছিলেন তারা। তবে সেট হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন ওয়ারিক্যান। ২৫তম ওভারের প্রথম বলে রাহীর উইকেটে পরিণত হন তিনি। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২২ বল খেলে ২ রান করেন এই ক্যারিবীয়।