অনলাইন ডেস্ক : ভারত এবং চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতোমধ্যেই জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে। ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি তার বিদায়ী সাক্ষাৎ এর সময় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে মোদির জন্মদিনের শুভেচ্ছা বার্তা সরকার প্রধানের কাছে পৌঁছে দেন।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসাও করেন মোদি। শুভেচ্ছা বার্তা পৌছে দেয়ার সময় রীভা গাঙ্গুলি দাসও মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান।
ওদিকে, চীনের কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত এক বার্তায় শেখ হাসিনাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের আশা প্রকাশ করেন।