অনলাইন ডেস্ক : আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। তাই উনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হল ভাড়া করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার ঘোষণা দিয়েছিল। তবে শেখ হাসিনা তাঁর জন্মদিন পালনে এরইমধ্যে ‘না’ করে দিয়েছেন।
তাঁর জন্মদিন পালনের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তার জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হচ্ছে না।
কাদের আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনার কারণে হল ভাড়া করে জন্মদিন পালন করতে হবে না। তাই শুধুমাত্র ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।