আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নন্দিত ম্যাগাজিন ‘টাইম’ অন্যান্য বছরের মত এবারও বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় ৫ ভারতীয় জায়গা পেয়েছেন, তবে আশ্চর্যজনক বিষয় সে তালিকায় ৮২ বছরের ভারতীয় বৃদ্ধা বিলকিস স্থান পেয়েছেন। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র ছিলেন এই নারী। এমনকি এই বয়সেও নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা হতবাক করে দিয়েছিল সবাইকে।
সে কারণেই হয়তো টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় শোভা পাচ্ছে শাহিনবাগের বিলকিসের নাম। বিলকিস ছাড়া অন্য যে ৪ জন ভারতীয় এই তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন, নরেন্দ্র মোদি, আয়ুষ্মান খুরানা, সুন্দর পিচাই ও রবীন্দ্র গুপ্ত।