বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার নিজের লেখা বই ‘আনফিনিশড’। আর সে বইয়ে যুক্তরাষ্ট্রে হওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১২ সালে ‘ইন মাই সিটি’ মুক্তির সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার হন প্রিয়াংকা চোপড়া। তাকে সেসময় ব্রাউন টেররিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছি। তার মত গায়ের রঙের মানুষ আমেরিকায় কি করছেন তা নিয়েও প্রশ্ন তোলে নেটিজেনরা। পাশাপাশি ভারতে নিজের জায়গায় ফিরে গিয়ে অভিনেত্রীকে বোরকা পরুন বলে যেমন কটাক্ষ করা হয়, তেমনি তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।
নিজের বই আনফিনিশড প্রকাশের সময় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে হাজির হয়ে জীবনের এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। যার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্রাউন টেররিস্ট বলে আক্রমণের বিষয়টি। তবে প্রিয়াংকা আপাতত মার্কিন তারকা নিক জোনাসের সঙ্গে সংসার জীবনে মনোযোগ দিয়েছেন। নিকের সঙ্গে বিয়ের পর থেকে লস এঞ্জেলেসেই থাকছেন তিনি।