বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন ফারুকের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তার উপর চিকিৎসার কোনো প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে না।
এর আগে, গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। তখনও তার জ্বর ঠান্ডার সমস্যা ছিল। সবাই ধারণা করছিল তিনি করোনায় আক্রান্ত। কিন্তু কয়েক দফায় আলাদা ল্যাবে টেস্ট করিয়েও তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। সে সময় বেশকিছু দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর খানিকটা সুস্থ হলে ২৬ আগস্ট বাসায় ফেরেন তিনি।
কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু টানা চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার উন্নতি না ঘটায় তাকে গত ৫ই সেপ্টেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা ফারুকের স্ত্রী ফারহানা ফারুক। তিনি বলেন, তার(ফারুক) শারীরিক অবস্থা এখনও ভালো না। ডাক্তাররা আশঙ্কা করছেন, তার রক্ত সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। তার এখন দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। করোনার মধ্যে দেশের বাইরে তাকে নেয়া হবে কিনা সে ব্যাপারে ফারহানা ফারুক বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে যোগাযোগ করা হচ্ছে। করোনা মহামারির কারণে বর্তমানে দেশের বাইরে যাওয়া কষ্টকর। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।