স্পোর্টস ডেস্ক : মহামারির কারণে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট আয়োজনের ১৩তম আসর। তবে ফিক্সিং রুখতে এবার মাঠে তৎপর দেখা যাবে বিসিসিআইকে। ম্যাচ ফিক্সিং যাতে রোধ করা যায় সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দুর্নীতি দমন শাখার সঙ্গে স্পোর্টর্যাডার ইন্টেগ্রিটি সলিউশনকে যুক্ত করেছে।
গতকাল এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছিল বিসিসিআই। সেখানে বলা হয়, আইপিএল ২০২০ এর সাথে স্পোর্টর্যাডার ইন্টেগ্রিটি সলিউশন ও ডাটা প্রোডাক্ট যুক্ত হতে যাচ্ছে। শনিবার থেকে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে আইপিএলকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করারও প্রতিশ্রুতি দিয়েছে ওই দুই সংস্থা।
এছাড়াও আইপিএল-এ কবে কোন ম্যাচ ফিক্সিং হতে পারে সে ব্যাপারে আগ থেকেই বুকিরা স্পোর্টর্যাডারের মাধ্যমে বিসিসিআইকে আগেভাগেই জানিয়ে দিবে।