অনলাইন ডেস্ক : মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও জনসম্মুখে হাজির হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার(২৬ আগস্ট) করোনাভাইরাস মোকাবেলায় এবং ধেয়ে আসা টাইফুন ‘ভাবী’ এর ব্যাপারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
এর আগে, গত কয়েকদিন ধরেই গুজব প্রচলিত ছিল যে কিম মারা গেছেন। অনেকে এমনও মন্তব্য করছিল কিম মারা না গেলেও অন্তত কোমায় আছেন। তবে বরাবরের মত এবারও সেই গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে হাজির হয়ে গুজব রচইয়িতাদের মুখ বন্ধ করে দিলেন কিম।
এই গুজবের সূচনা হয় দক্ষিণ কোরিয়ার এক সাবেক কূটনীতিক এর কথায়। তিনি গত শুক্রবার মন্তব্য করেন, কিম কোমায় আছেন। চীনের এক অজ্ঞাত সূত্র তাকে এ ব্যাপারে জানিয়েছে বলেও দাবি করেন ওই কূটনীতিক। এরপর থেকেই বিশ্বের বড় বড় মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয় উত্তর কোরিয়া নেতার শরীর ভালো নেই, কোমায় আছেন তিনি। এছাড়াও এবারের গুঞ্জন জোরালো হওয়ার কারণ কিম তার বোন ‘কিম ইয়ো জংয়ের’ হাতে বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বাড়তি দায়িত্ব অর্পণ করেছেন। তবে সব অনিশ্চয়তা ভন্ডুল করে দিয়ে প্রকাশ্যে হাজির হলেন কিম জং উন।