আন্তর্জাতিক ডেস্ক : প্রথম সংঘর্ষের আড়াই মাস পর আবার উত্তপ্ত হলো ভারত-চীন সীমান্ত। লাদাখ সীমান্তে গত ১৫ জুন চীনের সঙ্গে ভারতের যুদ্ধে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হন। তবে এরপর দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হয়। দুপক্ষের সৈন্যরা পিছু হটেন। কিন্তু গত ২৯ আগস্ট রাতে আবারও চীন-ভারত সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে ও তাতে বলা হয়েছে, প্যাংগং সো লেক এর কাছে চীনের আর্মি আলোচনার শর্ত ভঙ্গ করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। চীনা সৈন্যদের উদ্দেশ্য বুঝতে পেরে ভারতীয় সেনাবাহিনী চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেয়। এরপরই শুরু হয় সংঘর্ষ। রাতভর দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ চলে। তবে এই সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর থেকে প্যাংগং সীমান্তে চীন তাদের জে-২০ ফাইটার জেটের একটি বহর মোতায়েন করেছে। তারা সীমান্তে চীনের আকাশসীমায় টহল দিচ্ছে। সোমবার(৩১ আগস্ট) দুদেশের সেনাকর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ভারতীয় সেনাপ্রধান এমএম নাভারানে সেনাবাহিনীর সকল ডিভিশনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।