স্টাফ রিপোর্টার : সিলেটের ভাটেরা স্টেশনের কাছে একটি তেলবাহী টেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছু আগে সিলেট থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি মাইজগাঁও এলাকায় গিয়ে লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মালবাহী ওই ট্রেনটির নম্বর ৯৫২।
সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ট্রেনের বগি লাইনচ্যুত হবার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা জানা যায়নি।
খলিলুর রহমান জানান, বগিটি উদ্ধারের জন্য রেসকিউ ট্রেনকে খবর দেয়া হয়েছে। ওই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।