স্টাফ রিপোর্টার : নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধুমাত্র ঢাকায় নয়, বরং পুরো দেশের প্রতিটি জেলা-ইউনিয়নে হবে। আজ সকালে আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।