স্টাফ রিপোর্টার : যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটি সম্পন্ন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরের সাধারণ মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এই রেলসেতু যুগান্তকারী ভূমিকা রাখবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে ডাবল লেনের ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুটি নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে জাইকা। ২০২৪ সালের মাঝামাঝিতে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই সেতুতে একইসাথে দুইটি ট্রেন ১০০ কিলোমিটার বেগে পাশাপাশিভাবে অতিক্রম করতে পারবে। সেই সাথে সকল মালবাহী ট্রেন এই সেতু ব্যবহার করতে পারবে।