বিনোদন ডেস্ক : বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সাথে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন করা হচ্ছে। এর ফলে বসুন্ধরা শপিংমলে স্টাফ সিনেপ্লেক্সের ৬টি থিয়েটার বন্ধ হচ্ছে না।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে সরিয়ে নেয়া হচ্ছে বলে যে উৎকণ্ঠা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। বসুন্ধরার সঙ্গে আমাদের চুক্তি নবায়ন হচ্ছে। আগণিত দর্শক, শুভানুধ্যায়ীদের অনুরোধ মূল্যায়ন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়ায় বসুন্ধরা কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আশা করছি আগামীতেও তাদের সহযোগিতা আমাদের পাশে থাকবে।
এর আগে, পহেলা সেপ্টেম্বর প্রথম জানা গিয়েছিল চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বসুন্ধরা শপিংমল থেকে সরিয়ে নেয়া হচ্ছে স্টার সিনেপ্লেক্স। গতকাল জানা গিয়েছিল স্টার সিনেপ্লেক্সের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বসুন্ধরা।
এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি স্টার সিনেপ্লেক্সের সাথে বসুন্ধরার চুক্তি নবায়ন হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যানের সাথে আমার ফোনে কথা হয়েছে। তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ বছর ধরে বাংলাদেশে সিনেমা ব্যবসার সাথে জড়িত আছে স্টার সিনেপ্লেক্স।