স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বর্ণবাদের শিকার হন প্যারিস সেইন্ট জার্মেই স্ট্রাইকার নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার এক টুইট বার্তায় জানান, মার্শেইয়ের খেলোয়াড় আলভারো গঞ্জালেস কারণ ছাড়াই আমার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং বাঁদর(মানকি) বলে গালি দেয়।
নেইমারের এই অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের ফল যাই হোক না কেন, এই ইস্যুতে ক্লাব এবং সতীর্থদের পাশে পাচ্ছেন নেইমার।
নেইমারের অভিযোগের প্রেক্ষিতে পিএসজি এক বিবৃতিতে বলেছে, নেইমার অভিযোগ করেছে সে বর্ণবাদের শিকার। পিএসজি ফুটবল ক্লাব জোরালোভাবে নেইমারের অভিযোগ সমর্থন করে। আমরা বলতে চাই, সমাজে কোথাও বর্ণবাদের সুযোগ নেই। হোক সেটা ফুটবল, কিংবা ব্যক্তিগত জীবন। আমরা তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় আছি। তদন্তের আগে এবং পরে আমরা অবশ্যই নেইমারের পাশে থাকবো।