স্টাফ রিপোর্টার : কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর শোক বইয়ে স্বাক্ষর করার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনিই ১৯৭৪ এ এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান। ড. মোমেন আরো বলেন, মুসলিম বিশ্ব একজন দূরদর্শী এবং উদার নেতাকে হারালো। এছাড়াও কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণে আমিরের অবদান বাংলাদেশ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
শুক্রবার(২ অক্টোবর) ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করার সময় এসব কথা বলেন তিনি। এসময় ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ হতে গভীর শ্রদ্ধা এবং মরহুমের আত্মার মাগরিফাত কামনা করেন। এছাড়াও আমিরের পরিবার এবং কুয়েতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান ড. মোমেন।