স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা বোর্ডের বেঁধে দেয়া শর্তে সফর করতে নারাজ ছিল বিসিবি। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি) তাদের সংশোধিত প্রস্তাবে বিসিবির মন জয় করতে সমর্থ হয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইন নয়, বরং শুধুমাত্র আইসোলেশনে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেটিও মাত্র ৭ দিনের জন্য। ওই ৭ দিনে অনুশীলনের সুযোগ থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলাফেরায়ও বাঁধা থাকছে না।
এর আগে, ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ নানাবিধ কঠিন শর্তের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও জাতীয় দলের সাথে হাই পারফরম্যান্স দলের ৬০ জন ক্রিকেটার পাঠানোর যে পরিকল্পনা করেছিল বিসিবি, সেখানেও বাদ সেধেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে সংশোধিত প্রস্তাবে ৭ দিনের আইসোলেশন এবং ৪২ জনের বহরকে আতিথেয়তা দেবে, এমন প্রস্তাব পাঠায় এসএলসি। সূত্রমতে, শ্রীলঙ্কার এই প্রস্তাব বিসিবির মনঃপুত হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ৩ দফা করোনা শনাক্তের পরীক্ষা করিয়ে সামনের ২৭ তারিখ কলম্বোর উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আরো এক দফা করোনা পরীক্ষা করে নেগটিভ রিপোর্ট পাওয়া খেলোয়াড়রা পরদিন থেকেই আইসোলেশন পালন করবেন। আগামী মাসের ২৪ অক্টোবর ক্যান্ডিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।