অনলাইন ডেস্ক : আগে থেকেই অনুমান করা হচ্ছিল ভারত বাংলাদেশে শীঘ্রই পেঁয়াজ রপ্তানি শুরু করবে। আদতেও তাই ঘোষণা এলো। ইতোমধ্যেই ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস। শনিবার(১৯ সেপ্টেম্বর) থেকেই এই পেঁয়াজ বহনকারী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করবে।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ করেই না জানিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। রপ্তানি বন্ধের প্রতিবাদ হিসেবে বাংলাদেশ সরকার গত বৃহস্পতিবার ভারতকে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে ২০১৯-২০ সালের সমঝোতার কথা উল্লেখ ছিল। সমঝোতা অনুসারে, রপ্তানির বিষয়টি দুই দেশের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু রপ্তানি বন্ধ করার আগে উভয় দেশ এ ব্যাপারে আগে থেকেই জানিয়ে রাখবে।
কিন্তু গত ১৪ সেপ্টেম্বরের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি বাংলাদেশ সরকারকে জানায়নি ভারত। বাংলাদেশের দাবির যথার্থতা নিয়ে শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস একটি বৈঠকে বসে এবং সেখানেই বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবার পর থেকেই বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। খুচরা বাজারে পেঁয়াজের কেজি গিয়ে দাঁড়ায় ৮০-১০০ টাকা। তবে এখন দেশে ভারতীয় পেঁয়াজ আবারও প্রবেশ করায় দাম কিছুটা স্বাভাবিক হবে বলে অনুমান করা হচ্ছে।