স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকসহ দেশের বেশকিছু সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)। এ আশঙ্কা প্রকাশ করে তাদের ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পোক্ত করে তোলার পরামর্শ দিয়েছে তারা। গতকাল তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার হামলার মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ১৫ ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় এসব প্রতিষ্ঠানগুলোতে এ হামলার ঘটনা ঘটে। এর পেছনে ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।
সিআইআরটি এই ঘটনাটিকে উচ্চ হুমকির হামলা বলে চিহ্নিত করেছে। তবে, এখনই আর্থিক লাভের জন্য এই ওয়েবসাইটগুলোতে হামলা চালানোর কোন আলামত খুঁজে পায়নি সিআইআরটি। তবে সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন না আনলে অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তথ্য চুরি অথবা বড় ধরণের আর্থিক ক্ষতির কারণ হতে পারে এ ধরণের সাইবার হামলা।