আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যেই বিশ্ব নেতারা, বিশেষ করে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি বিএনপির পক্ষ থেকেও বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় অভিনন্দন জানানো হয়েছে।
তবে, পূর্বের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সখ্যতা বজায় রেখে চলা বিশ্বের বাঘা বাঘা কয়েকজন নেতা এখনও বাইডেনের জয়ে তাকে অভিনন্দন জানাননি। তারা এই বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটে বসে আছেন। চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাডিমির পুতিন, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মেক্সিকোর লোপেজ ওব্রাদর-এর নাম উল্লেখ না করলেও নয়।
ওদিকে, বাইডেনকে অভিনন্দন না জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, সমস্ত আইনি জটিলতা সমাধান না হওয়া পর্যন্ত তিনি বাইডেনকে জয়ের জন্য অভিনন্দন জানাবেন না। লোপেজ ওব্রাদর এক সংবাদ সম্মেলনে বলেন, সমস্ত আইনি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিনন্দন জানানো থেকে তিনি বিরত থাকবেন। বেপরোয়া কোনো আচরণ তিনি করতে চান না। তিনি আরো জানান, বাইডেন ও প্রেসিডেন্ট ট্রাম্প, উভয়ের সাথেই তার দেশের সুসম্পর্ক রয়েছে।
ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের নরেন্দ্রো মোদিসহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্কে থাকা অনেক নেতাই এরইমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি অনেকেই ট্রাম্পের নির্বাচন নিয়ে তোলা দাবিও প্রত্যাখ্যান করেছেন অনেকে।
প্রসঙ্গত, জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। এছাড়াও এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পড়েছে, যার সংখ্যা ছিল সাড়ে ৭ কোটির কাছাকাছি। ওদিকে, ৭৮ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট বলেও জানা গেছে।