বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন জো বাইডেন। আর তার বৃহত্তর ভার্চুয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে গান গাইবেন বিশ্বখ্যাত তারকা গায়িকা জেনিফার লোপেজ এবং লেডি গাগা। আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণের কথা রয়েছে। সে লক্ষ্যে জোরেশোরে প্রস্তুতি চলছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ।
বৈশ্বিক মহামারি পরিস্থতির একটি বড় ধকল যাচ্ছে আমেরিকার উপর দিয়ে। তাই বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে। এছাড়াও ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে। এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভেটোর পারফরম্যান্স।
এরপরও করোনা সংক্রমণ ঠেকাতে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সোশাল ডিসট্যান্সিং মেনে চলারও অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার একজন কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন কামালা হ্যারিস। সব মিলিয়ে জো বাইডেন এবং কামালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবেই সম্পন্ন হবে।