অনলাইন ডেস্ক : সম্প্রতি ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় নেতা হযরত মুহাম্মাদ (স.) কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে মুখ খুলেছেন কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মত প্রকাশের একটি মাত্রা রয়েছে।
আমরা চাই বাক স্বাধীনতাকে রক্ষা করতে। তবে এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যাদের সাথে বাস করছি, একই সমাজ, একই দেশের নাগরিক আমাদের নিজেদের মধ্যে আক্রমণমূলক কিছু না করা আমাদেরই দায়িত্ব। এসময় উদাহরণ দিতে গিয়ে ট্রুডো বলেন, কেউ চাইলেই একটি মুভি থিয়েটারে হামলা চালাতে পারে না। সব কিছুরই একটা মাত্রা আছে।
ট্রুডো পারস্পারিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমরা যেরকম বৈচিত্রপূর্ন সমাজে বাস করি আমাদেরকে অবশ্যই আমাদের, প্রতিটি কথা ও কাজের বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে যে সম্প্রদায়গুলো সবসময় বৈষম্যের শিকার হয় তাদের অধিকার রক্ষায় আমাদের সচেষ্ট হতে হবে। এসময় ফ্রান্সের চার্চে হামলার নিন্দা জানান ট্রুডো। বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।