স্টাফ রিপোর্টার: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। এই অভিনেতার একাধিক ঘনিষ্ঠজন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
নিশোর বাবার নাম আব্দুল হামিদ মিয়া ভোলা। তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে ছাব্বিশা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।