স্পোর্টস ডেস্ক : সম্প্রতি লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই দূরত্ব বিরাজ করছে মেসি এবং ক্লাব কর্তৃপক্ষের মাঝে। সোমবার থেকে অনুশীলন শুরু হওয়ার কথা বার্সেলোনার। এর আগে আজ রোববার কোভিড-১৯ টেস্ট করানোর কথা ছিল সব খেলোয়াড়দের। কিন্তু মেসি সেই পরীক্ষায় অংশ নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। মেসি বার্সেলোনা ছাড়তে চান পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। সেকারণে ক্লাব কর্তৃপক্ষের সাথে আলোচনায়ও বসতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের শেষ কথা, নতুন চুক্তির ব্যাপারে বৈঠক করতে চাইলে মেসির সাথে আলোচনার টেবিলে বসতে রাজি ক্লাব। অন্যথায় ক্লাবের পক্ষ থেকে কোনো আলোচনা নয়।
ওদিকে করোনা শনাক্তের পরীক্ষা অগ্রাহ্য করার দায়ে মেসির শাস্তি হতে পারে এ আশংকাও রয়েছে। তবে মেসির আইনজীবীর দাবি, যেহেতু মেসি ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তাই পূর্বের চুক্তির সকল বাধ্যবাধকতাও শেষ হয়ে গেছে।
বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ কোনোভাবেই চান না, বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় শেষ পর্যন্ত অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে জড়াক। এমনটি দাবি করেছে কাতালুনিয়া রেডিও। তবে মেসির বাই আউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো কোনো ক্লাব যদি দিতে রাজি হয় তবেই মেসিকে ছাড়বে বার্সেলোনা। তবে এত দামে মেসিকে দলে ভেড়ালে আইনি জটিলতায় পড়ার আশংকা রয়েছে।
মেসি বনাম বার্সা যুদ্ধে আলোচনার মাধ্যমে সমাধান না আসলে ব্যাপারটি আদালত পর্যন্ত গড়াতে পারে। ২০ বছর ধরে খেলা ক্লাবের সাথে মেসির স্মৃতিও রয়েছে অনেক। তাই ক্লাব ছাড়ার ব্যাপারে আইনি লড়াইয়ে নামতে হলে বিষয়টি কোনো পক্ষের জন্যই ভালো হবে না।