স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা সমর্থকদের জন্য আনন্দের খবর, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন না। কিন্তু তবুও কেন যেন কিছুই ঠিক নেই, মেসির বার্সা না ছাড়ার সিদ্ধান্তে যেখানে পার্টি করার কথা, সেখানেও কেন যেন বিষাদের করুণ সুর। আর এই মনমরা থাকার কারণ হচ্ছে মেসির একটি সাক্ষাৎকার।
সম্প্রতি গোল ডট কম ওয়েবসাইটে মেসির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে এই বিষাদের কারণ খুঁজে পাওয়া গেছে।
সাক্ষাৎকারটির সার সংক্ষেপ অনেকটা এরকম, মেসির দেহ বার্সার জন্য খেললেও মন থেকে তিনি আর বার্সেলোনায় থাকতে চান না। তিনি তার ক্যারিয়ারের শেষ কয়েকটি বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে খেলতে চান, যা বার্সায় সম্ভব না। এছাড়াও মেসির বার্সা ছাড়তে না পারার কারণ যে চুক্তির মারপ্যাঁচ, সেটিও তার বক্তব্যে বোঝা যাচ্ছিল স্পষ্ট।
সাতশ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজে মেসি বার্সা ছাড়তে পারবেন, এ শর্তের কারণেই মূলত এবার মেসির বার্সেলোনা ছাড়া হয়নি। প্রেসিডেন্ট বার্তোমেউ এই চুক্তির ব্যাপারে কঠোর মনোভাব দেখিয়েছেন বলেও জানা গেছে। তবে চাইলেই আদালতে মীমাংসার দ্বারস্থ হতে পারতেন মেসি। কিন্তু কেন আদালতে গেলেন না সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আদালতে যেতে পারতাম। হয়তো বিচারের পর আমি বার্সা ছাড়তে পারতাম। কিন্তু যে ক্লাবটি আমাকে ২০ বছর ধরে সবকিছু দিয়েছে, সেটির বিরুদ্ধে আদালতে যেতে চাইনি আমি।
ওই সাক্ষাৎকারে জোসেফ বার্তোমেউকে নিয়ে কড়া সমালোচনা করেছেন মেসি। মেসি বলেন, আমি গত মৌসুম থেকেই বারবার বার্তোমেউকে ক্লাব ছাড়ার ব্যাপারে আগেভাগেই জানিয়ে রেখেছিলাম। কিন্তু তিনি কোনো ভ্রূক্ষেপ করেননি। মৌসুম শেষ হলে কথা হবে, এই কথা বলে এড়িয়ে গেছেন। অথচ মৌসুম শেষ হবার পর তিনি বাই আউট ক্লজের কথা বললেন।
ওদিকে, গুঞ্জন রয়েছে, মেসির সঙ্গে বার্সার বর্তমান কোচ ক্যোমানের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। সামনের মৌসুমে মেসি এবং বার্সেলোনার জন্য কি অপেক্ষা করছে তা সময়ই বলে দিবে।