স্টাফ রিপোর্টার: করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোষ্টে অপূর্ব নিজেই এটি নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, আল্লাহর দয়ায় আমি বাসায় ফিরছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানাভাবে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসার জোরেই আমার এই ফিরে আসা। অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে ৩ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে ৪ নভেম্বর বিকেলে তাকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।
কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। কাটছিল না দুশ্চিন্তাও। পরে তাকে দেয়া হয় প্লাজমা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।