আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী দেশ ইসরায়েলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করেছেন। ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিকঠাক করার কারণে তারা বাহরাইন সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইসরায়েলের পতাকায় আগুন দেয়।
এর আগে, মানামা সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি করার পর যেকোনো ধরণের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু সরকারি এই আদেশ অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক, রাজধানী মানামা সহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে এবং সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে।
প্রসঙ্গত, গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প ইসরায়েল এবং বাহরাইনের মধ্যকার চুক্তির ঘোষণা দেন। তারও প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থে চুক্তি করে। ওই চুক্তিতেও ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেন।
বিশ্লেষকদের মতে, সামনের নির্বাচনকে ঘিরে ইহুদিবাদীদের খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের চুক্তি করে দেয়ার ব্যাপারে জোর দিচ্ছে।