স্টাফ রিপোর্টার : বিএনপির আন্দোলনের কথা শুনলে সবাই হাসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। এই দেশের প্রতিটি অর্জনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। তাই তাদের মুখে মুক্তিযুদ্ধ এবং আন্দোলনের কথা শুনলে হাসে জনগণ। বিএনপি শুধু আন্দোলনের বুলি আওড়ে যায়, কিন্তু বাস্তবে দেখা যায় না।
মির্জা ফখরুল যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পতনের ঘোষণা দিয়েছেন সেই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাদের হাঁকডাক অনেক শুনেছে জনগণ। তারা নিজেদের দলীয় কার্যালয়ের সামনে আন্দোলন করে নিজ দলের কর্মীর মাথা ফাটিয়েছেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির নেতারা প্রতি বছর ঘোষণা দেন ঈদের পর সরকার পতনের লক্ষ্যে দুর্বার আন্দোলন শুরু হবে। কিন্তু কত ঈদ গেলো, জনগণ আন্দোলন আর দেখে না, রাজপথ ফাঁকাই থাকে। বিএনপির আন্দোলন প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ।