স্টাফ রিপোর্টার : কুমিল্লা সদর উপজেলার ঘুলাতলীতে এক গরু চোর চক্রের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তারা দিনের বেলা কসাই সেজে গরুর মাংস বিক্রি করতো এবং রাতের বেলা বিজিবির পোশাক পরে স্থানীয় ডেইরি ফার্ম থেকে ভয় দেখিয়ে গরু চুরি করতো বলে জানা গেছে।
ডেইরি ফার্ম ও পুলিশ সূত্র জানায়, গত ২২ অক্টোবর মধ্যরাতে বিজিবির পরিচয়ে ছয়জনের একটি দল গরুর খাদ্য তল্লাশির নামে ওই ফার্মে প্রবেশ করে। তাদের মধ্যে চারজনের পরনে বিজিবির পোশাক ছিল। তাদের একজনের হতে আগ্নেয়াস্ত্র ও বাকিদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে নৈশপ্রহরী মহব্বত আলী ও তার স্ত্রী সন্তানদের হাত-পা বেঁধে ফেলে। এরপর খামার থেকে ১২টি দেশি-বিদেশি গাভী ও চারটি বাছুর ডাকাতি করে। এগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন ভুক্তভোগী গরুর মালিক।
এ ঘটনায় ওই ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলীকে (৪০) আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের আরো দুই সদস্য কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার রুপা মিয়ার ছেলে মো. সহিদ মিয়া (৩৫) ও তার ভাই মাসুম মিয়াকে (৩৮) আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো গরু চুরির টাকা।