স্পোর্টস ডেস্ক : বসন্তের প্রথম দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজের বিবাহের ছবি পোস্ট করে নাসির হোসেন লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের নতুন জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। একটি বিদেশি এয়ারলাইন্সে তিনি কর্মরত আছেন। পূর্বে থেকেই তারা একে অপরকে চিনতেন। এমনকি গত সেপ্টেম্বর মাসে নাসির তাকে নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন। তবে পোস্টটি অজ্ঞাত কারণে ডিলিটও করে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার সঙ্গেই বিয়ের পিড়িতে বসেছেন তিনি।