বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর বিয়ে করেছেন কিছুদিন হলো। বিয়েতে এরইমধ্যে তিনি হকর্মী, ভক্ত-অনুসারীদের কাছ থেকে অসংখ্য শুভকামনা এবং দোয়া-আশির্বাদ পেয়েছেন। তবে একইসাথে বিয়ের পোশাকের কারণে নেটিজেনদের রোষানলেও পরছেন তিনি।
নেহা কক্করের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সবাই অবাক হয়ে যান। কারণ নেহার বিয়ের পোশাক, গহনা, চুল বাঁধার স্টাইলের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের। এ তিন বলিউড অভিনেত্রী বিয়ে করেছেন বেশি দিন হয়নি। তাই তাদের বিয়ের পোশাকের সঙ্গে নেহার পোশাকের ‘হুবুহু’ মিল পাওয়া যায়নি অনেকেই বিস্মিত না হয়ে পারেননি।
ওদিকে নেটিজেনরা বলছেন, নেহা অনেক জনপ্রিয় গানের রিমেক করেছেন। তাই হয়তো সে অভ্যাস থেকে বিয়ের পোশাকও রিমেক করে ফেলেছেন। তবে এত বড় তারকা হয়েও নিজের বিয়েতে অন্যান্য অভিনেত্রীদের মত করে সাজগোজ করায় ঠাট্টা-বিদ্রুপ এবং ফেসবুকে ট্রলের শিকার হচ্ছেন তিনি। অনেকে এমনও বলছেন, এই বিয়েতে নেহার স্বাতন্ত্র্য রুচি প্রকাশিত হয়নি।