স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে আদ দ্বীন হাসপাতাল প্রাঙ্গনে বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হকের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ অক্টোবর) সকালে সাড়ে ১০টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় ইমামতি করেছেন আদ দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম। জানাজা শেষে তার মরদেহ পল্টনের নিজ বাড়িতে নেয়া হয়েছে।
পল্টনের বাসায় কিছুক্ষণ রাখার পর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখান থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে সাবেক এই এটর্নি জেনারেলকে।
এর আগে আজ শনিবার(২৪ অক্টোবর) সকালে সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল আদ দ্বীন-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।