স্টাফ রিপোর্টার : উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় আছে মৌসুমি বায়ু। একইসাথে গভীর সঞ্চালনশীল মেঘের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে ঝোড় হাওয়া বয়ে যাওয়া সম্ভাবনা আছে। সে কারণেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে যেতে বারন করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়াও বজ্রপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।