স্পোর্টস ডেস্ক : ব্যুরোফ্যাক্স বার্তা দিয়ে বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি আগেই নিশ্চিত করেছিলেন, তিনি বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন। তবে সেই ব্যুরোফ্যাক্স এর পর থেকে মেসি বা তার ঘনিষ্ঠজনদের কেউই এব্যাপারে মুখ খুলেননি। তবে মৌনতা ভেঙে এবার মুখ খুললেন মেসির কাজিন(ভাই) ম্যাক্সি বিয়ানুচ্চি। মুখপাত্র হিসেবে পরিচিত ম্যাক্সি সোমবার(৩১ আগস্ট) স্প্যানিশ গণমাধ্যমের সাথে কথা বলেছেন।
প্যারাগুয়ের দ্বিতীয় বিভাগের ৩৫ বছর বয়সী এই উইঙ্গার বলেন, মেসি এমন জায়গা খুঁজছে যেখানে সে সুখে থাকবে। বার্সায় সুখে থাকলে সে কখনই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতো না। সে বার্সেলোনায় ভালো নেই, তাই নতুন ঠিকানা খুঁজছে।
তবে মেসির পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার সিটি হবে কিনা সে ব্যাপারে মেসির কাজিন বলেন, যে কয়টা ক্লাবের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে মেসি ম্যানসিটিকেই এগিয়ে রাখবেন বলে আমি মনে করি। কারণ তাদের বিশ্বসেরা একটা স্কোয়াড এবং কোচ আছে। সেখানে গেলেও মেসির জন্য মন্দ হয়না। তবে পুরো ব্যাপারটি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত। সে তার সুখের জন্য কোথায় নতুন ঠিকানা খুঁজে নেয় সেটি জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।