স্টাফ রিপোর্টার : দেশে গেল একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একইসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৭ জন। এতে করে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে, আর মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৪৯ জনে অবস্থান করছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৩৩ শতাংশে অবস্থান করছে। সুস্থতার হার ৯০.৪৩ শতাংশ অতিক্রম করছে আর মৃত্যুর হার ১.৫৪ শতাংশে অবস্থান করছে।