স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় বিপক্ষে টেস্টে এক ইনিংসে গত ৬৫ বছরের মধ্যে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৬ রানের কলঙ্ক মাথায় নিয়ে পিতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি। আর তারই সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ভিরাট কোহলির এই দায়িত্বজ্ঞানহীন আচরণ গোটা দেশজুড়ে নেতিবাচক প্রভাব ফেলেছে, এমনটি উল্লেখ করে সুনীল গাভাস্কার বলেন, ভারতীয় দলের নেট বোলার টি নটরাজন আই পি এলের প্লে অফ এর সময় প্রথমবার বাবা হন। নটরাজন সেই সময় ছুটি চেয়েও পাননি। তিনি বাড়ি ফেরার সুযোগ পাবেন ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে। অথচ দলের অধিনায়ক, নির্ভরযোগ্য ব্যাটসম্যান সফরে একটি টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে চলে গেলেন। একজন নেট বোলার পিতৃত্বকালীন ছুটি পান না, আর দলের ক্যাপ্টেন পান।
গাভাস্কার আরও বলেন, ভারতেই একমাত্র এ ধরণের বৈষম্য়ের দেখা পাওয়া সম্ভব। এ প্রশ্নের কি উত্তর দিবে ক্রিকেট বোর্ড?