আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৩ জন। বৃহস্পতিবার বিকেলে ওই ডুবে যাওয়া নৌকাটি প্রথম দেখেন লিবিয়ান জেলেরা।
নৌকাডুবি দেখেই তারা সাথে সাথে ওই জায়গায় ছুটে যান এবং ২২ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার হওয়া ২২ জনের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, সিরিয়া, সোমালিয়া, ঘানাসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ঠিক কত ছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে লিবিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।