স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কারের পর যথাসময়ের মধ্যেই আমরা তা দেশে আনার ব্যবস্থা করবো। এই ভ্যাকসিনের জন্য সবার সাথেই যোগাযোগ করা হচ্ছে।
সোমবার(২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বিশ্বের কয়েকটি দেশ এরই মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে এগিয়ে আছে। আমরা গত জুলাই মাসেই এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) এর সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন, ভ্যাকসিন তৈরির পর নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো ২০ শতাংশ পর্যন্ত ভ্যাকসিন পাবে।
এছাড়াও যেসব প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কার এবং উৎপাদনের সাথে জড়িত তাদের সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ আছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিবেন। যখন সময় হবে তখন তিনিই এ ব্যাপারে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। তার সিদ্ধান্ত পেয়েই আমরা বিস্তারিত সবাইকে জানাবো।